শেষ আপডেট: 22nd June 2024 11:25
দ্য ওয়াল ব্যুরো: হোক না শনিবারের বাজার। ইলিশ বলে কথা! মরসুমের প্রথম ইলিশকে ঘিরে তাই শনিবার ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে হুড়োহুড়ি পড়ে গেল ক্রেতাদের মধ্যে!
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। আর এদিনই ডায়মন্ড হারবারে মরসুমের ‘রুপোলি শস্য’র আগমন। শনিবার অনেকেই নিরামিষ খান। মাছ, মাংস খান না। তবে সে সবের তোয়াক্কা না করে অনেককেই পকেট খালি করে ব্যাগে ভরতে দেখা গেল রুপোলি শস্য।
এক ক্রেতার কথায়, "শনিবার সাধারণত নিরামিষ খাই। তবে মরসুমের প্রথম ইলিশকে দেখে লোভ সামলাতে পারলাম না! কিনে ফেললাম। আশাকরি, গিন্নিও খুশিই হবেন!"
ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার জানালেন, এদিন তিন হাজার কেজি ইলিশ ঢুকেছে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে।
জানা গেছে, এই তিন হাজার কেজি ইলিশের মধ্যে হাজর দুয়েক কেজি ইলিশ কলকাতা-সহ আশেপাশের বাজারে এদিনই পৌঁছে যাবে।
প্রসঙ্গত, ইলিশের প্রজননের জন্য মাঝে দু'মাস বন্ধ ছিল মাছ ধরা। ফের ১৫ জুন থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের মৎস্যজীবীরা। তাঁদের জালে উঠেছে মরসুমের প্রথম ইলিশ। জগন্নাথবাবুর আশা, অন্যবারের তুলনায় এবারে বেশি মাত্রায় ইলিশ উঠবে। অর্থাৎ অচিরেই ইলিশের গন্ধে ভরে উঠবে বাঙালির হেঁসেল।