শেষ আপডেট: 18th March 2023 08:33
দ্য ওয়াল ব্যুরো: এক প্রৌঢ়ার পচাগলা (Highly decomposed) দেহ উদ্ধার করল পুলিশ। দিল্লির (Delhi) গীতা কলোনির একটি আন্ডারপাসে পড়ে ছিল দেহটি। দেহের পাশেই পড়েছিল তাঁর পাসপোর্ট। সেখান থেকেই প্রৌঢ়ার পরিচয় জানতে পারে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ৬০ বছর বয়সি ওই প্রৌঢ়া এদেশের বাসিন্দা নন (elderly foreigner)। একজন বিদেশিনীর দেহ কীভাবে ওই এলাকায় এসে পৌঁছল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা কেউই ওই প্রৌঢ়াকে চেনেন না। তিনি কেন এই দেশে এসেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, নয়ডাতে একটি ড্রেনের কাছে কয়েকটি টুকরো করা দেহের অংশ খুঁজে পায় পুলিশ। হাত, পা এবং শরীরের অংশ দেখে পুলিশের প্রাথমিক ধারণা, দেহটি কোনও প্রাপ্তবয়স্কের। কেউ তাঁকে খুন করার পর দেহ টুকরো করে ফেলে দিয়ে গেছে।
নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দ জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ সেক্টর ৮ সংলগ্ন একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে টুকরো করা দেহ উদ্ধার করা হয়েছে। দেহাংশগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাথানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই মৃত্যু রহস্য আরও কিছু নতুন তথ্য মিলবে।
বিয়ে করলেন বিশ্বের সবথেকে খাটো বডিবিল্ডার, চার বছর প্রেমের শেষে মালাবদল