ফাইল ছবি
শেষ আপডেট: 28 April 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: ৭ মে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Result) ফল ঘোষণা হতে চলেছে। সোমবার বিকেলে সেই খবরই দিল উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। বেলা সাড়ে ১২টায় পরীক্ষার্থীরা ফলাফল (HS Result News) জানতে পারবে বলে জানানো হয়েছে।
দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখা যাবে। ডাউনলোডও করা যাবে। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে।
মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দুই থেকে আড়াই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফল (HS Result)। এমনটা আগেই জানিয়েছিলেন উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
বলা হয়েছিল মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল বের হতে পারে। পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হবে। দ্রুত অথচ নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য বলে জানান সভাপতি।
যদিও দেখা গেল মে মাসের মাঝামাঝি নয়, বরং তার আগেই ফল প্রকাশ হচ্ছে। চলতি বছর উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।
তবে গত বছর যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার। রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসেননি এমন পড়ুয়ার সংখ্যা ৫৫ হাজারেরও বেশি।
ঘাটতির ব্যাপারে সংসদের বক্তব্য ছিল, এরা কোনও দিন উচ্চমাধ্যমিক দেবেন না এমনটা নয়। যাঁরা অনুপস্থিতি তাঁরা সামনে বছর বসতে পারেন। যদিও কেন তাঁরা পরীক্ষায় বসলেন না, সে বিষয়ে স্পষ্ট কোনও কারণ জানাতে পারেনি সংসদ।
বস্তুত, নকল রুখতে এবছর একাধিক পদক্ষেপ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে কোনওরকম মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারেন, তার জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থাও করা হয়।