শেষ কবে এমন নিরাপত্তার কড়াকড়ি দেখেছেন মনে করতে পারছেন না পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষীয়ান বিধায়করাও।
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 13 June 2025 07:27
দ্য ওয়াল ব্যুরো: শেষ কবে এমন নিরাপত্তার কড়াকড়ি দেখেছেন মনে করতে পারছেন না পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) বর্ষীয়ান বিধায়করাও।
শুক্রবার সকাল থেকে বিধানসভার প্রতিটি গেটে শুরু হয়েছে চেকিং (High security checking)। শাসক হোক বা বিরোধী সকলের গাড়ি গেটে দাঁড় করিয়ে চলছে তল্লাশি। গাড়ির বনেট থেকে ডিকি, ডিকির মধ্যে থাকা ব্যাগ, তন্ন তন্ন করে তল্লাশি করা হচ্ছে সব কিছুই।
প্রত্যক্ষদর্শীদের মতে, কোথাও হুমকি ফোন এলে যেভাবে তল্লাশি অভিযান চালানো হয়, অনেকটা সেই স্টাইলে বিধায়ক, মন্ত্রী, সকলের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিধায়ক সৌমিক হোসেনের কথায়, "অতীতে কখনও এভাবে বিধানসভার গেটে তল্লাশি অভিযান করতে দেখিনি।"
হঠাৎ নিরাপত্তার এই কড়াকড়ি কেন?
কী কারণে এই তল্লাশি তা অবশ্য স্পষ্ট নয়। সূত্রের খবর, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছে এই তল্লাশি অভিযান।কয়েকদিন আগে নবান্নেও কড়া নিরাপত্তা দেখা গিয়েছিল। সে সময় নবান্নে ঢোকার মুখে প্রতিটি গাড়ি চেকিং করা হচ্ছিল এবং প্রত্যেকের আইকার্ড দেখে তবেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, চাকরিহারা শিক্ষকরা যাতে নবান্নে ঢুকে না পড়েন তাই নিরাপত্তা কড়াকড়ি কড়া হয়েছিল।
অনেকের ধারণা, চাকরিহারা শিক্ষকরা যেহেতু আন্দোলন করছেন, গতকাল থেকে পাঁচ দফা দাবিতে নতুন করে আমরন অনশনে বসেছেন সেকারণেই বিধানসভায় নিরাপত্তার এই কড়াকড়ি হতে পারে। সূত্রের খবর, শুক্রবার বিকেলেে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। স্পিকার সময়ও দিয়েছেন বলে খবর। সে কারণেই এই নিরাপত্তার কড়াকড়ি বলে অনেকের ধারণা।
তবে বিধানসভার ভেতরে নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে বিজেপি বিধায়কদের মধ্যে কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, 'যাতে আমরা তুলসি গাছ নিয়ে বিধানসভার মধ্যে ঢুকে যেতে না পারি তাই হয়তো এমন ব্যবস্থা।" তবে ঠিক কী কারণে নিরাপত্তার এই কড়াকড়ি এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।