শেষ আপডেট: 4th January 2025 15:50
মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ
অঙ্ক আর ইংরেজির নাম শুনলে অনেক পড়ুয়ারই মুখ শুকিয়ে যায়! কিন্তু নাহ্, স্কুলে শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার এক মাসের মধ্যে মুর্শিদাবাদের বিএসএমএম হাই মাদ্রাসায় সাড়া ফেলে দিয়েছেন সহকারী শিক্ষক জিল্লার রহমান।
ছাত্র-ছাত্রীদের সহজে অঙ্ক কষার কৌশল শিখিয়ে অ্ল্প দিনেই মন জয় করে নিয়েছেন সহশিক্ষক থেকে অভিভাবকদের। এবার শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পেলেন আন্তর্জাতিক স্বীকৃতিও।
গত ৯ নভেম্বর থাইল্যান্ডে ২০২৪ সালের আন্তর্জাতিক এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানেই পুরস্কৃত হন ডোমকলের শিক্ষক জিল্লার রহমান। অঙ্কের স্যারের সাফল্যে খুশি সকলে। স্কুলের প্রধান শিক্ষক বলেন,"ওনার এই পুরষ্কারের খবরে আমরা ভীষণ খুশি এবং গর্বিত। আমরা চাই উনি এভাবেই ছেলেমেয়েদের পাশে থাকুন এবং বিভিন্ন দেশ থেকে এভাবেই পুরষ্কৃত হন।"
ডোমকল পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আমিনাবাদ গ্রামে জিল্লার রহমানের বাড়ি। প্রায় ২০-২২ বছর ধরে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। ছোটোরা যাতে খুব সহজে অঙ্ক ও ইংরাজি শিখতে পারে সেবিষয় নিয়ে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। লিখেছেন বইও। তাঁর লেখা ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ বইটির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে জিল্লারের। একই বইয়ের জন্য 'আইকন অফ এশিয়া' অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক সম্মান পেলেন।
জিল্লার রহমান বলেন, "অঙ্ক এবং ইংরেজিতে নিজেকে দক্ষ করার জন্য কিছু কৌশল রয়েছে। সেগুলোয় আমি পড়ুয়াদের শিখিয়েছি। তাতে পড়াশোনার প্রতি ওদের আগ্রহও বেড়েছে।"
মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার এক মাসের মধ্যে এমন পুরষ্কারে আপ্লুত জিল্লার রহমান বলছেন, আরও বেশি করে পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করব।