শেষ আপডেট: 12th November 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। তাঁদের হাতে লাগাতার হেনস্থা হতে হচ্ছে, এমনকি তাঁরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন সিনিয়র ডাক্তারদের একাংশ। সেই প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানিতেই মঙ্গলবার রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৯ নভেম্বর এই রিপোর্ট জমা করতে হবে।
কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনার পর যখন সর্বস্তরের মানুষ পথে নেমে আন্দোলন করছেন, তখন বাকি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের মতো সাগর দত্তের ডাক্তাররাও বিক্ষোভ দেখান। মামলাকারীর অভিযোগ ছিল, এই প্রতিবাদের সময়েই শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দেয়! গত ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ওই ডাক্তারি পড়ুয়ারাই তাঁদের উপর হামলা চালিয়েছিল। পরে ঘরও ভাঙচুর করে।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাগর দত্তে ধুন্ধুমার বাঁধে। ঘটনার দিন ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলেজের অধ্যক্ষ। অভিযোগ এই বৈঠক চলাকালীন বেশকিছু ছাত্র এসে ঘরের বাইরে চড়াও হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। বৈঠকে থাকা ছাত্ররা তড়িঘড়ি দরজা লক করে দিলে মারমুখী হয়ে ওঠে তারা। এলোপাথাড়ি লাথি মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। আন্দোলনরত ছাত্রদের অভিযোগ, যাঁদের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, তারাই বহিরাগতদের নিয়ে এই হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
সিনিয়র ডাক্তাররা যারা মামলা করেছেন তাঁদের বক্তব্য, তৃণমূল ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররাই এই হামলার সঙ্গে যুক্ত। ক্রমাগত তাঁরা হুমকিও দিয়ে যাচ্ছে। অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিনিয়র ডাক্তাররা।