শেষ আপডেট: 30th January 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যবাসীর উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ওই প্রকল্পের বিরোধিতায় করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক এনআরআই চিকিৎসক।
তাঁর অভিযোগ, নির্বাচনী ফায়দার জন্য এই প্রকল্প চালু করেছে তৃণমূল। এই প্রকল্পের বাস্তবে কোনও যৌক্তিকতা নেই। বৃহস্পতিবার ওই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ , যেহেতু স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত সরকারের নির্দিষ্ট পলিসি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।
প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে সম্প্রতি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তারপরই এই প্রকল্পের যোক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই এনআরআই চিকিৎসক।
প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী প্রকল্পে গরমিল এবং বেনিয়ম ঠেকাতে ইতিমধ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে রাজ্য। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী অ্যাপে ব্যবহার করা হবে ‘জিয়ো ট্যাগিং’ এবং এআই। কোনও রোগীর জন্য পরিষেবা কখন শুরু বা শেষ হচ্ছে সেই তথ্য যুক্ত হবে স্বাস্থ্যসাথীর মোবাইল অ্যাপে। এর জন্য ব্যবহার হবে ‘জিয়ো ট্যাগিং’। তারপর সেই তথ্য খতিয়ে দেখা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। তবে এই প্রক্রিয়ার সঙ্গে রোগী বা তার পরিবারের সরাসরি কোনও সংযোগ থাকবে না। রোগী পরিষেবার পর বেসরকারি হাসপাতালগুলি যখন সরকারের থেকে টাকা দাবি করবে তখন এই তথ্যগুলি খতিয়ে দেখা হবে।
আসলে রোগী পরিষেবার জন্য টাকা আদায়ের সময়ে তথ্য বিকৃত করার অভিযোগ ওঠে হাসপাতালগুলির বিরুদ্ধে। তা রুখতেই এই পদক্ষেপ।