শেষ আপডেট: 3rd September 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এই মামলার শুনানিতে সরকারের ব্যাপক সমালোচনা করে আদালত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলে, রাজ্যে সব জায়গায় কার্যত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে চলছে, এমনটা চলতে পারে না।
চলতি বছরই মার্চ মাসে উত্তর এবং দক্ষিণ ২৪ জেলায় চুক্তির ভিত্তিতে আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল সরকার। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। সে সময়ে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তারপর রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছিল।
সেই মামলারই শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বক্তব্য, “সব সীমা পেরিয়ে যাচ্ছে। এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না রাজ্য। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনও নিয়ম হতে পারে না।” তাঁর কথায়, ব্যতিক্রমী পরিস্থিতি হলে সেটা মানা যায়। কিন্তু সেটাই নিয়ম হতে পারে না। প্রধান বিচারপতি এও বলেন, “এখানে পুলিশেও নিয়োগ হয় চুক্তিতে। দেশের আর কোথাও এমন হয় না।” এরপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখার কথা জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশে বলেন, ৩-৪ ঘণ্টা কাজের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগের মানে বোঝা যায়। কিন্তু সবক্ষেত্রে, সব কাজের জন্য কীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে তা আদালত বুঝতে পারছে না। সবথেকে বড় কথা, পুলিশেও স্বল্পচুক্তিতে নিয়োগ করা হচ্ছে, এমন জিনিসও কোথাও দেখা যায় না।