শেষ আপডেট: 8th March 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালিতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালির পাশে ন্যাজাটের আক্রাতলায় সভার অনুমতি দিয়েছে আদালত।
একই সঙ্গে এদিন মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশে বিচারপতি জানতে চান, "কাকে রক্ষা করতে চাইছেন? কেন ১৪৪ ধারা জারি করা হচ্ছে? কেনই বা মিটিংয়ে আপত্তি জানানো হচ্ছে?"
রাজ্যের তরফে উপযুক্ত জবাব না পেয়ে এরপরই বিরোধী দলনেতাকে আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার অনুমতি দেয় আদালত। আদালতে জানিয়েছে, সভা থেকে কোনও কটুক্তি বা কুরুচিকর মন্তব্য করা যাবে না। সভার জেরে এলাকায় যেন কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি।
প্রসঙ্গত, ওই একই দিনে কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূলের ওই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা।
সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার পর দু'বার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু। কিন্তু পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, শুভেন্দু এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। কিন্তু তাঁদের সঙ্গে কোনও নেতা-কর্মী যেতে পারবেন না। হাইকোর্টের নির্দেশের পর সেদিন সন্দেশখালি ঢোকেন শুভেন্দু। দীর্ঘক্ষণ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং বলে আসেন, ফের তিনি সন্দেশখালি আসবেন।
এরপরই ১০ মার্চ সন্দেশখালির পাশে সুন্দরখালিতে সভা করতে চেয়ে পুলিশের কাছে আর্জি জানায় বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। তাঁর আইনজীবী এদিন আদালতে বলেন, "পুলিশ পরিকল্পিতভাবে বাধা তৈরি করছে। ইচ্ছাকৃতভাবে সভাস্থলে ১৪৪ ধারা জারি করে রাখা হচ্ছে।"