Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশ
Calcutta High Court

২০১০ পরবর্তী শংসাপত্রে 'না'! নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়

বিষয়টি নিয়ে যারা মামলা করেছিলেন তাঁদের বক্তব্য ছিল, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাউন্সেলিংয়ের জন্য তাঁরা নির্বাচিতও হয়েছিলেন। কিন্তু ডাক পাননি। 

২০১০ পরবর্তী শংসাপত্রে 'না'! নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 22 May 2025 09:22

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় (Joint Entrance Medical Post Graduate Examination) উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সেলিংয়ে ডাক পাননি বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার এই ইস্যুতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। বলা হয়েছে, ওবিসি পরীক্ষার্থীদের নতুন প্যানেল (OBC Panel) তৈরি করতে হবে। বুধবার বিচারপতি কৌশিক চন্দ এমনই নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিয়ে যারা মামলা করেছিলেন তাঁদের বক্তব্য ছিল, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাউন্সেলিংয়ের জন্য তাঁরা নির্বাচিতও হয়েছিলেন। কিন্তু ডাক পাননি। এর ফলে এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল কলেজে তাঁরা ভর্তি হতে পারছেন না। এই পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, নতুন প্যানেল মেনে কাউন্সেলিং এবং ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে ২০১০ সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে, এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না।

এই শর্ত কেন দিল রাজ্যের উচ্চ আদালত? আসলে ২০১০ সালের পর থেকে রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হলেও হাইকোর্টের রায়ে আপাতত কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সে ক্ষেত্রে এমন নির্দেশ দেওয়াই কাম্য। এদিকে কাউন্সেলিং কেন হচ্ছে না তা নিয়ে আদালতে জবাব দেন রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টর। বলেন, ২০১০ সালের পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার কারণে কাউন্সেলিং করা যায়নি। কিন্তু আদালতের বক্তব্য, তার আগের ওবিসি শংসাপত্র নিয়ে কোনও সমস্যা নেই।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, পুরনো যে প্যানেল ছিল তা বাতিল করতে হবে এবং ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র থাকা পরীক্ষার্থীদের নতুন প্যানেলে যুক্ত করতে হবে। তারপর তাঁদের কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। গোটা প্রক্রিয়া আগামী ৪০ দিনের মধ্যে শেষ করার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। 


ভিডিও স্টোরি