শেষ আপডেট: 16th July 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ মেয়াদ উর্ত্তীর্ণ প্রাথমিকের প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে এই প্যানেল জমা দিতে হবে। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।
এই মামলায় মামলাকারীর দাবি, ২০১৬ সালে তারা পরীক্ষা দেন। কিন্তু তারা প্যানেলে অন্তর্ভুক্ত হননি। তাই ৫ শতাংশ অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানান মামলাকারীরা। যদিও সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড। এই প্রেক্ষিতে মামলাকারীকে বিচারপতির প্রশ্ন, যদি মূল প্যানেল প্রকাশিত না হয়, অতিরিক্ত প্যানেল কীভাবে প্রকাশিত হবে?
এদিকে মামলাকারীর আইনজীবী দীব্যেন্দু ভট্টাচার্যের বক্তব্য, বোর্ড মেধা তালিকাই করেনি। অতিরিক্ত ৫ শতাংশের তালিকাও প্রস্তুত করেনি। বোর্ড বারবার বলেছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ। কিন্তু বোর্ডের পাল্টা দাবি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। দুর্নীতি মামলায় অনেকে গ্রেফতার হয়েছে। তথ্য সিবিআই-এর কাছ থেকে নিতে হবে।
মামলার শুনানিতে দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতির পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ পেরিয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারণ কে যোগ্য আর কে অযোগ্য সেটা প্যানেল থেকেই জানা যাবে। তাই আদালতের সেই প্যানেল দেখা জরুরি।
প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হয় ২০১৬ সালে। ৪২ হাজার শূন্যপদের সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ ওঠে। তাই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।