শেষ আপডেট: 15th July 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই মামলার শুনানি শেষ হয়েছে সোমবার। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতুবি করেছে। এদিন বিচারপতি কৃষ্ণা রাও এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন।
দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণের ইস্যুতে দীর্ঘ টানাপোড়ন চলেছে। শপথ না হওয়ার বিষয় নিয়ে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানির যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, মহিলারা রাজভবনে যেতে ভয় পান। কলকাতা হাইকোর্টে এই মন্তব্যের জেরেই মামলা করা হয়েছিল।
এই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। মহিলারা রাজভবনে যেতে ভয় পান এই মন্তব্য আদতে বিদ্বেষমূলক বলে দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর প্রশ্ন ছিল, দুই বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁরা শপথ নেবেন। এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে। কেন সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হল।
এদিকে এর পাল্টা মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য কখনই মানহানিকর নয়। তিনি শুধু একটি মন্তব্য করেছেন। আর যে বিষয়ে নিয়ে মন্তব্য তা জনসমক্ষে রয়েছে। এটা কখনই মানহানি হতে পারে না। তাঁর কথায়, এই মন্তব্য আদতে বাকস্বাধীনতা। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুনানি মুলতুবি করে দেন। তিনি কোনও নতুন নির্দেশও দেননি, এমনকী কবে আবার এই মামলার শুনানি হবে তাও জানাননি।