শেষ আপডেট: 25th November 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের জামিন মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
দুই বিচারপতির ভিন্ন মতে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহার জামিন আটকে রয়েছে। গত শুনানিতেই জানা গেছিল, এঁদের মামলা প্রধান বিচারপতি তৃতীয় একটি বেঞ্চে মামলা পাঠাবেন। সেখানেই জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে সেটা নিশ্চিত হল।
গত বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ৯ জনের মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবাইকে জামিন মঞ্জুর করেছিলেন। তবে বিচারপতি অপূর্ব সিনহা পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনের জামিনের আর্জি খারিজ করেন। এতেই জামিন পাওয়া ঝুলে যায় পার্থদের।
যাদের জামিন মঞ্জুর হয়েছিল সেই শেখ আলি ইমাম (মিডলম্যান), কৌশিক ঘোষ (মিডলম্যান), সুব্রত সামন্ত রায় (মিডলম্যান) এবং চন্দন ওরফে রঞ্জন মন্ডল (মিডলম্যান)-দের শর্ত মানতে হবে। নিম্ন আদালতে উপস্থিত থাকতে হবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
তবে পার্থদের জামিন পাওয়া বারবার আটকে যাচ্ছে কেন? আদালত সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে আগেই পার্থকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বাকি অভিযুক্তরা প্রত্যেকে শিক্ষা দফতরের উচ্চ পদে ছিলেন। সিবিআইয়ের দাবি, পদের অপব্যবহার করে চাকরি বিক্রির গুরুতর অভিযোগ রয়েছে পার্থ-সুবীরেশ-সহ পাঁচজনের বিরুদ্ধে। আর এই ষড়যন্ত্র হয়েছে শিক্ষা দফতরের শীর্ষস্তর থেকে। তাই এখনই এঁদের জামিন দিলে তদন্তের ক্ষতি হতে পারে।