আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন মদন-সহ বাকি সরকারি আধিকারিকদের সশরীরে হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে, আদালত কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না।
মদন মিত্র।
শেষ আপডেট: 23 May 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: আদালতের (Calcutta High Court) নির্দেশের পরও কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের(CSTC) অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভি (Madan Mitra) এবং কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।
সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান পদে রয়েছেন মদন। এই মামলার মদনের পাশাপাশি রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন মদন-সহ বাকি সরকারি আধিকারিকদের সশরীরে হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে, যে আদালতের নির্দেশের পরও কেন এতদিন সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পিএফের টাকা মেটানো হয়নি। একই সঙ্গে আদালত কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তারও ব্যাখ্যা দিতে হবে।
এ ব্যাপারে মদন মিত্র বা সিএসটিসি কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। তবে সিএসটিসি সূত্রের খবর, এটা একটা আইনি প্রক্রিয়া। পদ্ধতিগত কারণেই দেরি হয়েছে।
কর্মচারীরা যাতে অবসরের পর এক থোকে অনেকখানি টাকা পান তাই প্রতিমাসে তাঁদের বেতনের থেকেই একটি অংশ কেটে রাখা হয় সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টে। অভিযোগ, অবসরের পরও কর্মচারীরা তাঁদের পিএফের টাকা পাচ্ছেন না। এ নিয়েই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলায় আগেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের পিএফের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে।