Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানিজন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকেরবেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
Madan Mitra

মদন মিত্র, রাজ্যের অর্থসচিব-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের! কোন মামলায়?

আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন মদন-সহ বাকি সরকারি আধিকারিকদের সশরীরে  হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে, আদালত কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না।

মদন মিত্র, রাজ্যের অর্থসচিব-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের! কোন মামলায়?

মদন মিত্র।

শেষ আপডেট: 23 May 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: আদালতের (Calcutta High Court) নির্দেশের পরও কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের(CSTC) অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভি (Madan Mitra) এবং কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।

সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান পদে রয়েছেন মদন। এই মামলার মদনের পাশাপাশি রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। 

আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন মদন-সহ বাকি সরকারি আধিকারিকদের সশরীরে  হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে, যে আদালতের নির্দেশের পরও কেন এতদিন সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পিএফের টাকা মেটানো হয়নি। একই সঙ্গে আদালত কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তারও ব্যাখ্যা দিতে হবে।

এ ব্যাপারে মদন মিত্র বা সিএসটিসি কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। তবে সিএসটিসি সূত্রের খবর, এটা একটা আইনি প্রক্রিয়া। পদ্ধতিগত কারণেই দেরি হয়েছে।

কর্মচারীরা যাতে অবসরের পর এক থোকে অনেকখানি টাকা পান তাই প্রতিমাসে তাঁদের বেতনের থেকেই একটি অংশ কেটে রাখা হয় সিএসটিসির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টে। অভিযোগ, অবসরের পরও কর্মচারীরা তাঁদের পিএফের টাকা পাচ্ছেন না। এ নিয়েই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলায় আগেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের পিএফের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে।


ভিডিও স্টোরি