শেষ আপডেট: 16th January 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
রাজ্যের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিআইডি। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর ও মুখ্যসচিবকে দু' সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এ বিষয়ে কর্নাটক সরকার আগেই ১২টি সংস্থাকে 'ব্ল্যাক লিস্টেড' করেছিল। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারও রিপোর্ট চেয়েছে আদালত। একই সঙ্গে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
নিষিদ্ধ রিংগার ল্যাকটেট স্যালাইনের ব্যবহারে মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু এবং আরও চার প্রসূতির অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে রেখা সাউ নামে ওই স্যালাইন ব্যবহারে অসুস্থ প্রসূতির সদ্যোজাতর মৃত্যুর ঘটনাও ঘটেছে এদিন সকালে।
এবিষয়ে রাজ্যের গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল দুটি মামলা। ওই মামলায় রাজ্যের তরফে জানানো হয়, ইতিমধ্যে নিহতর পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিআইডিও তদন্ত করছে।
এ সময় বিচারপতি জানতে চান, যে সংস্থার স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করেছে কিনা? রাজ্যের তরফে জানানো হয়, ওই সংস্থাকে আগেই বিভিন্ন বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। এখন যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় মামলাকারীর আইনজীবী ফিরোজ এদুলজি আদালতে বড় অভিযোগ আনেন। তিনি বলেন, '২০১৫ সালের জুন মাসে ডাক্তার উদয়ন মিত্র জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সংস্থার স্যালাইন বাইরের দোকান থেকে নিলে কোনও সমস্যা হচ্ছে না। হাসপাতালের স্যালাইন ব্যবহার করলে অসুস্থ হচ্ছে। এরপরই তাঁকে টার্গেট করা হয় এবং উদয়নবাবুকে তার পদ ছাড়তে হয়েছিল'।
এরপরই এবিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করে আদালত জানায়, 'আগে দেখতে হবে ড্রাগ কোয়ালিটি। সেটা কম্প্রোমাইজ করা যায় না'।