কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 5 July 2024 02:28
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে জ্বালানির দাম কমেছিল। কিন্তু ভোট মিটতেই আবার তার দামবৃদ্ধি হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তবে এরই মধ্যে আরও একটি সমস্যার বাড়বাড়ন্ত হয়েছে। তা হল কাটা তেলের বেআইনি ব্যবসা। রাজ্যের অন্তত তিন জেলায় রমরমিয়ে এই ব্যবসা চলছে বলে অভিযোগ। সেই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তার প্রেক্ষিতেই কড়া নির্দেশ দিয়েছে আদালত।
পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ছাড়া ঝাড়গ্রামে কাটা তেলের ব্যবসা লাগামহীনভাবে বেড়েছে বলে অভিযোগ। সেই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তিন জেলার জেলাশাসকদের একটি বিশেষ দল গঠন করে অবিলম্বে বেআইনি ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ছয় সপ্তাহ পর ফের যখন এই মামলার শুনানি হবে সেদিন এই তিন জেলাকেই রিপোর্ট জমা দিতে হবে।
মামলাকারীর মূল অভিযোগ, এই তিন জেলায় জাতীয় সড়কের পাশে তো বটেই, বিভিন্ন এলাকায় দেদার কাটা তেল বিক্রি হচ্ছে। পেট্রোল ও ডিজেলের সঙ্গে কেরোসিন এবং অন্য তেল মিশিয়ে ভেজাল তেল বিক্রি করা হচ্ছে। গোটা বিষয় সম্পর্কে প্রশাসনের কাছে খবর থাকতেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়, যে সব জায়গা থেকে পেট্রোল পাম্প অনেক দূরে, সে সব এলাকায় স্থানীয় বাসিন্দারা ছোট ছোট বোতলে ভরে পেট্রোল বিক্রি করেন। এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে।
মামলাকারীর অবশ্য পাল্টা দাবি, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ রীতিমতো ব্যারেলে করে লিটার লিটার তেল বিক্রি হচ্ছে এই তিন জেলার বিভিন্ন জায়গায়। একদল কার্যত বেআইনি ব্যবসা চালাচ্ছে দিনের আলোয়।