শেষ আপডেট: 6th December 2024 22:24
দ্য ওয়াল ব্যুরো: একটি জমি বিবাদ সংক্রান্ত মামলায় দরকার পড়লে পুলিশি সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু অভিযোগ, তারপরও সাহায্য পাননি মামলাকারী। এই কারণে পুরশুড়া থানার আইসি'র থেকে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর প্রশ্ন, 'পুলিশের এত সাহস আসে কোথা থেকে?'
জমি সংক্রান্ত মামলায় পুরশুড়া থানার আইসি' যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে উল্লেখ ছিল, 'নিম্ন আদালত যেহেতু পুলিশি সাহায্যের জন্য ‘নির্দিষ্ট’ করে কোনও নির্দেশ দেয়নি, তাই কোনও পুলিশি সাহায্য দেওয়া হয়নি!' এই বয়ান দেখেই ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি ঘোষ। তাঁর মন্তব্য, ''এত সাহস! হাইকোর্টে এমন ভাষায় রিপোর্ট দিচ্ছেন একজন আইসি? এত ঔদ্ধত্য আসে কোথা থেকে? পুলিশ থানায় যেমন ব্যবহার করে, এই রিপোর্টে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।''
এখানেই থামেননি বিচারপতি। তাঁর আরও মন্তব্য, ''পুলিশ সরকারের মুখ। তাঁরাই যদি এমন করে তাহলে মানুষ কোথায় যাবে। এই ধরনের অফিসারদের প্রাইম পোস্টিং দেওয়া উচিত নয়। এখনই সরিয়ে দেওয়া উচিত।'' তিনি এও প্রশ্ন তোলেন, ''কত টাকার মালিক এই আইসি যে এমন সাহস?'' এই ‘ঔদ্ধত্যপূর্ণ’ রিপোর্ট পেশের জন্য হুগলির পুলিশ সুপারকে অভিযুক্ত আইসি-র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
তাঁর স্পষ্ট নির্দেশ, এই আইসি'র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী ৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওইদিন পুলিশ সুপারকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে।