শেষ আপডেট: 1st August 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: শহরের একাধিক জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। এবার সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্মাণগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তার জন্য যৌথ দল গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
কলকাতার বহু জলাভূমি মিলিয়ে অন্তত ৫৫০টি বেআইনি নির্মাণ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কলকাতা হাইকোর্ট সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আগেই নির্দেশ দিয়েছিল বটে, কিন্তু তা করতে সক্ষম হয়নি সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল। কেন তাঁরা এই কাজ করতে পারেনি, তার জন্য তাঁদের যুক্তি ছিল, সমস্ত বেআইনি নির্মাণ চিহ্নিত করা যাচ্ছে না। তবে এবার সেই প্রেক্ষিতেই পদক্ষেপ নিয়ে বিশেষ দল গঠন করতে বলেছে আদালত।
হাইকোর্টের নির্দেশ, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ, সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ চিহ্নিত করবে। এরপর প্রতিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। প্রসঙ্গত, ক'দিন আগেই পূর্ব কলকাতা জলাভূমির উপর তৈরি বহুতল ভেঙেছে প্রশাসন। মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল সেই বহুতল।
মূলত গার্ডেনরিচের ঘটনার পর বেআইনি নির্মাণ ইস্যুতে কড়া মনোভাব প্রকাশ করেছে হাইকোর্ট। পাশাপাশি কলকাতা পুরসভাও কড়া পদক্ষেপের কথা জানিয়েছে। আগেই বেআইনি নির্মাণ ভাঙতে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর নির্দেশ ছিল, কলকাতা পুরসভা যদি বেআইনি বাড়ি ভাঙতে না পারে, তাহলে কলকাতা পুলিশের সাহায্য নিতে পারবে। যার জন্য কলকাতা পুলিশকে বিশেষ টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।