শেষ আপডেট: 26th September 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনার মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে 'থ্রেট কালচারের' অভিযোগ উঠে এসেছে। আর এই ইস্যুতে 'উত্তরবঙ্গ লবি'র দাপট বেশি বলেও দাবি। গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম চরম উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের থেকে রিপোর্টও চেয়েছেন তিনি।
মেডিক্যাল কলেজগুলিতে ট্রান্সফার ইস্যুতে টাকা চাওয়া, আনসার-কি বিক্রি করা, ঘুষ চাওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। থ্রেট কালচারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করুক এই মর্মেই আবেদন করেন মামলাকারী আইনজীবী।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যেসব অভিযোগ আসছে তা ভয়ঙ্কর! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক প্রিন্সিপালের রিপোর্টেও থ্রেট কালচারের উল্লেখ রয়েছে এবং চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ আছে বলে জানান তিনি। বিষয়টি কতটা গুরুতর তা বোঝাতে গিয়ে প্রধান বিচারপতি এও বলেন, ''এক মহিলা চিকিৎসক জানিয়েছেন পরিবারের তরফে তাঁকে একটি ছুরি দেওয়া হয়েছে হাসপাতালে যাওয়ার জন্য। কেউ রোজ পেপার স্প্রে নিয়ে যাচ্ছেন। হাসপাতালের ৬০ শতাংশ মহিলা ডাক্তার বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন। বিষয়টি ভীষণ উদ্বেগের।''
তিনি এও বলেন, জুনিয়র ডাক্তারদের অনেকে নানা অভিযোগ করেছেন। তার মধ্যে থ্রেট কালচারের অভিযোগ আছে। এটা যথেষ্ট চিন্তার বিষয়। তাই রাজ্য সরকারের এই ইস্যুতে কী মনোভাব তা জানতে চায় আদালত। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ২১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।