শেষ আপডেট: 17th October 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছিল আবহাওয়া দফতর। কিন্তু সম্প্রতি দেখা গেছে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে কি ভারী বৃষ্টি আবার ফিরে আসবে বাংলায়? শীতকাল পড়ার আগে উৎকণ্ঠা বাড়ছে রাজ্যবাসীর।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্নাবর্ত মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে মঙ্গলবার। তার অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। বুধবার এর প্রভাব পড়তে পারে বাংলাতেও।
এই নিম্নচাপের জেরেই বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলায় বৃষ্টিপাত হবে। তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে ভারী বৃষ্টিই হবে। যদিও এমন আভাস মিলেছে, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি।