শেষ আপডেট: 25th June 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: সময়ের কিছুটা আগেই গত ৩১ মে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ১১ জুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। নির্ধারিত সময়ের ১০ দিন পরে 'অফিসিয়ালি' কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই অর্থে ভারী বা নাগাড়ে বৃষ্টির দেখা মেলেনি এখনও। অন্যদিকে উত্তরে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে।
আবহাওয়ার খামখেয়ালির জেরে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না দফতরের আধিকারিকরাও। বললেও সঙ্গে জুড়ে দিচ্ছেন 'সম্ভাবনা রয়েছে', 'হতে পারে' ইত্যাদি!
গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একইভাবে বারোভিষাতে ১৭৯.৮ মিলিমিটার এবং জলপাইগুড়িতে ১৬৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে মঙ্গলবারের পাশাপাশি বুধবারও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।
মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা শুক্রবার বাড়তে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, ২৮ ডিগ্রির আশেপাশে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।