শেষ আপডেট: 14th September 2021 07:12
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে তুমুল বৃষ্টিতে (Rain) নাজেহাল শহর কলকাতা (Kolkata)। দফায় দফায় মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। সকালের ব্যস্ততার মাঝে এই বৃষ্টিতে সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা। শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামলের আদালতে স্বস্তি, রক্ষাকবচ দিল হাইকোর্ট মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে আকাশ মেঘলা। একনাগাড়ে বৃষ্টিও হয়ে চলেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে তার জেরেই এই বৃষ্টি। আপাতত এমন আবহাওয়া চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তুমুল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে দক্ষিণের জেলাগুলিতে। এদিন সকাল থেকে লাগাতার বৃষ্টিতে হয়রান হয়েছেন শহরতলির মানুষও। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে সকাল থেকে ঝেঁপে বৃষ্টি নামে। রাস্তাঘাটে জল জমে যায়। কলকাতার একাধিক এলাকাই হয়ে পড়ে জলমগ্ন। বৃষ্টি আর জমা জলের কারণে রাস্তায় লম্বা ট্রাফিক জ্যাম দাঁড়িয়ে যায়। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপ উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি সরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে যাবে। মধ্যপ্রদেশে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'