শেষ আপডেট: 30th September 2023 08:14
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকেই বৃষ্টি বাড়বে গোটা বঙ্গে। বিশেষত, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদেরও এইসময় সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বেশ ভালই বৃষ্টির পূর্বাভাস আছে।
শনিবার উত্তরে তেমন বৃষ্টি না হলেও রবিবার থেকে বাড়বে। সোমবার ও মঙ্গলবার মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে অনেকটাই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে পরের সপ্তাহে বেশ ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে। সাগর থেকে শনিবারের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার বার্তা পাঠানো হয়েছে। শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা আছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নেমেছে। রবিবার অবধি এভাবেই কয়েক স্পেলে বৃষ্টি হবে শহরে। কখনও ভারী, কখনও হাল্কা, কখনও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর কলকাতায়। তবে এত বৃষ্টি হলেও আলিপুর আবহাওয়া দফতরের দাবি, রাজ্যে এখনও বৃষ্টিতে ঘাটতি রয়েছে। একইসঙ্গে কলকাতার কিছু অংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।