শেষ আপডেট: 5 April 2024 05:13
দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরম। রাজ্যের তিন জেলা চরম তাপপ্রবাহের কবলে পড়ল। পানাগড়ে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। পানাগড় ছিল ‘হিট জ়োন’। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৪০.৩ এবং বীরভূমের সিউড়িতে ৪০ ডিগ্রি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ শুক্রবার ও আগামিকাল দক্ষিণবঙ্গের আট জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাকাল হবে কলকাতাবাসী।
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে আগামী কয়েকদিনে। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ঘেঁসা কিছু জেলায় তাপমাত্রা সর্বাধিক ৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। কলকাতায় পারদ উঠতে পারে সর্বাধিক ৩৮ বা ৩৯ ডিগ্রিতে।
আজ নতুন করে তাপপ্রবাহের কবলে পড়তে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম। দিনের পিক আওয়ার অর্থাৎ বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত লু বইবে এই সব জেলায়। আপেক্ষিক আর্দ্রতা চরমে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় তাপমাত্রা আজ থেকে আবার বাড়বে। আর্দ্রতার কারণে প্রচণ্ড ঘাম হবে। ভ্যাপসা গরমে দুপুরের পর রাস্তায় বের হতে বারণ করা হয়েছে।
আজ ৫ই এপ্রিল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। বাংলাদেশ, ওড়িশা এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে গেছে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা আছে কিছু জেলায়।
উত্তরবঙ্গে আজ শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এই ৫ জেলা ছাড়াও শনি ও রবি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে।
দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হতে পারে শনিবার বিকেলের পর থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাবে। গুমোট গরমে অস্বস্তি বাড়বে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ এবং উপকূল লাগোয়া এলাকায় সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা রবি অথবা সোমবার বৃষ্টি পেতে পারে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে রাজ্যের ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো। বৃষ্টি পেতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।