শেষ আপডেট: 14th March 2025 09:08
এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে এবং স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরম থাকবে বেশ অস্বস্তিকর।
কলকাতায় ইতিমধ্যেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। শনিবার ও রবিবার আরও বাড়বে তাপমাত্রা, রাতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৭-৯১ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে আগামী কয়েকদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তাই হোলির দিন দাবদাহের মধ্যেই উৎসব পালনের প্রস্তুতি নিতে হবে।