শেষ আপডেট: 13th March 2025 09:00
দ্য ওয়াল ব্যুরো: গরমের আঁচ পড়তে না পড়তেই তাপপ্রবাহের সতর্কতা (Heatwave) রাজ্যে! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি তো হতেই পারে, তার সঙ্গে তাপপ্রবাহ চলবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। মূলত চার থেকে পাঁচ জেলায় এমন পরিস্থিতি তৈরি হবে বলে আভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান - এই চার জেলাতে তাপপ্রবাহ চলতে পারে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমাত্রা।
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তবে তাপপ্রবাহের সতর্কতা নেই। বৃহস্পতিবার কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। হোলির দিন ৩৫ ডিগ্রির কাছে থাকতে পারে তাপমাত্রার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯১ শতাংশ।
দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
এই ক'দিনে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের পাঁচ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।