শেষ আপডেট: 21st April 2023 11:46
দ্য ওয়াল ব্যুরো: দূষণের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত। গাছ কেটে উঠছে বিশাল বিশাল অট্টালিকা। পুকুর বুজিয়ে চলছে প্রোমোটিং। এখন ঋতু পরিবর্তনও সেভাবে বোঝা যায় না। কারণ, জলবায়ুর পরিবর্তন। এদেশে তাপপ্রবাহ বাড়ছে উত্তরোত্তর। আগে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের (heat wave) বাড়বাড়ন্ত দেখা গেলেও, সম্প্রতি উত্তরের জেলা বাদে গোটা রাজ্য পুড়ছে রোদের তেজে। বেলায় যেন বাইরে বেরনো দায়। এরমধ্যেই আশঙ্কার কথা শোনাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা।
সমীক্ষায় (study) বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ৩০ লক্ষ মানুষের উপর তাপপ্রবাহের প্রভাব (effect) পড়বে। এমনকী ২১০০ সালের মধ্যে দেশের ৬০ লক্ষ মানুষের জীবনযাত্রার মান আরও নিম্নগামী হবে। মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে ওই রিপোর্টে।
রিপোর্টটি তৈরি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক রমিত দেবনাথ। তাপপ্রবাহ কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়েই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিল্লি।
রিপোর্টে বলা হয়েছে, দেশের ৯০ শতাংশ মানুষ তাপপ্রবাহের শিকার হবেন। জলস্তর শুকোতে শুরু করবে। খাদ্যশস্যের আকাল দেখা যাবে। যা ভারতের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দেবে।
সুখবর! ঘূর্ণাবর্তের মেঘ ঘনিয়েছে, ইদের দিন থেকে কমবে তাপমাত্রা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস