শেষ আপডেট: 5th February 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: মহার্ঘভাতা নিয়ে সরকারি কর্মচারীদের দায়ের করা মামলার শুনানি আবারও পিছল। সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে যায়।
এই নিয়ে টানা ১১ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। কবে পরবর্তী শুনানি হবে, তা এখনও স্থির হয়নি। ফলে আশাহত সরকারি কর্মচারীরা।
মামলাকারীদের অভিযোগ, প্রতিবছরই কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের ডিএ দিলেও এরাজ্যে দীর্ঘদিন ধরে কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হয়েছে। বকেয়া ডিএর পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। বারবার রাজ্যকে অনুরোধ উপরোধ করেও কাজ না হওয়ায় বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ।
ওই মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এজন্য রাজ্যকে তিনমাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পাল্টা মামলা দায়ের করে রাজ্য সরকার।
এমনকী রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে কলকাতার শহিদ মিনারে অনশনও করছেন একাধিক সরকারি কর্মচারী। তাঁদের অনশন তুলে নেওয়ার আর্জিও জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর সঙ্গে রাজভবনে গিয়ে সাক্ষাতও সেরে এসেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কর্মচারীদের 'অন্যায় আবদার' মেনে নেওয়া সম্ভব নয় বলে আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমন পরিস্থিতিতে বারবার শুনানির দিন পিছিয়ে যাওয়ায় বিরক্ত দু'পক্ষই। তাঁরা চাইছেন, দ্রুত মামলার নিস্পত্তি হোক সুপ্রিমকোর্টে।