শেষ আপডেট: 18th October 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। অনশনে কর্মসূচি চলছে উত্তরবঙ্গ মেডিক্যালেও।
অনশন প্রত্যাহারের জন্য আগেই সরকারের তরফে একাধিকবার আন্দোলনকারীদের আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এবার অনশনরত পড়ুয়াদের স্বাস্থ্যের অবস্থার দিকে নজর রাখার জন্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।
চিঠিতে অনশনরতন পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পাশাপাশি দিনে অন্তত দু’বার তাঁদের শারীরিক অবস্থার রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে সংশিষ্ট মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালের সুপারের উদ্দেশে বলা হয়েছে, অসুস্থ অনশনকারীদের শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হবে। এবং প্রতিদিন অন্তত দু’বার তাদের স্বাস্থ্য সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠাতে হবে।
প্রসঙ্গত, ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশনে বসেছিলেন ৬ জন জুনিয়র চিকিৎসক। পরে তাতে যোগ দেন আরও কয়েকজন। এদিকে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং তনয়া পাঁজা। অনিকেত বাদে বাকি তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
আরজি করের দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন শুরু হয়েছিল। তবে যে ২ জন অনশন করছিলেন সেই সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং অলোক বর্মা দু'জনেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। তবে ধর্মতলার ধনামঞ্চে এখনও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সায়ন্তনী ঘোষ হাজরা, সিগ্ধা হাজরা-সহ কয়েকজন ডাক্তারি পড়ুয়া।
সূত্রের খবর, ক্রমশ তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তবে এর আগেও স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল দল পাঠানো হয়েছিল অনশনমঞ্চে। কিন্তু আন্দোলনকারীরা তাঁদের ফিরিয়ে দিয়েছিলেন। এবার সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের ওপর অনশনকারীদের স্বাস্থ্যের প্রতি নজর রাখার দ্বায়িত্ব বর্তাল।