শেষ আপডেট: 26th October 2024 09:28
দ্য ওয়াল ব্যুরো: ফরেন্সিক মেডিসিন দফতরের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ, এঁরা দু'জন আরজি কর হাসপাতালের দুর্নীতিতে জড়িত। সিবিআই তাঁদের তদন্তের আওতায় রেখেছে। এই মর্মে স্বাস্থ্যসচিব এবং রাজ্যের মুখ্যসচিবকে ৯ অক্টোবর চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে নিজেদের বক্তব্য জানাল স্বাস্থ্য দফতর। দু'জনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিল তদন্তকারী সংস্থা। ওই চিঠির পর স্বাস্থ্য দফতর চিঠি পাঠিয়ে জানিয়েছে, দু’জনের দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ভবন অবগত নয়। তবে সিবিআই সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি নেওয়া যায় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।
স্বাস্থ্য দফতরের সূত্র মারফত জানা যাচ্ছে, হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সংক্রান্ত সামগ্রীর বিষয়ে অর্থ বরাদ্দের অনুমোদন চাওয়া হত স্বাস্থ্য দফতরের কাছে। আবেদন অনুযায়ী স্বাস্থ্য দফতর তা মঞ্জুর করত। ওই বিষয়টি বিস্তারিত ভাবে সিবিআইকে জানানো হয়েছে।
সিবিআই-এর দাবি, দেবাশিস ও সুজাতাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওই দু’জন দুর্নীতি এবং বে-আইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।
আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এবং হাসপাতালের দুর্নীতি মামলার শুনানিতে চিকিৎসকদের আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
এরপরেই রাজ্যের আইনজীবী বলেন, ‘সিবিআই দুর্নীতির তদন্ত করছে। দুর্নীতিগ্রস্ত অফিসারদের নাম পাঠালে রাজ্য বিবেচনা করবে।’ তার পরপরই দেবাশিস ও সুজাতার নাম উল্লেখ করে স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠায় সিবিআই।