শেষ আপডেট: 28th January 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট! তারই ভিত্তিতে রেজিস্ট্রেশন পাওয়ার অভিযোগ উঠেছিল ২৪ জন যোগ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য যোগ কাউন্সিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, যোগ কাউন্সিলে দুর্নীতির বিষয়ে রাজ্যপালের কাছে প্রথমে অভিযোগ করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনকে তদন্তের জন্য চিঠি দেন রাজ্যপাল। রাজভবনের চিঠি পেয়ে মেডিক্যাল কাউন্সিলের রিপোর্ট তলব করে স্বাস্থ্য ভবন।
সেই রিপোর্টেই দুর্নীতির তথ্য প্রমাণ সামনে আসে। জানা যাচ্ছে, পরীক্ষা না নিয়েই টাকার বিনিময়ে ২৪ জনকে যোগ চিকিৎসককে স্বীকৃতি দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তার সত্যতা স্বীকার করে নিয়েছে মেডিক্যাল কাউন্সিল।
দুর্নীতির জন্য প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যকে অভিযুক্ত করেছেন কাউন্সিলের সভাপতি তুষার শীল। পাল্টা হিসেবে সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাক্তন রেজিস্ট্রার।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ২০২১ সালে যোগ চিকিৎসক হিসাবে ২৭২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ভবন। ওই নিয়োগের পরীক্ষাতেই বিস্তর দুর্নীতি হয় বলে অভিযোগ।