মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 12th March 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: গত ১৭ ফেব্রুয়ারি বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চারজন বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগও আনা হয়। সে সময়ই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু জানিয়েছিলেন, এরপর থেকে মুখ্যমন্ত্রী যখনই বিধানসভায় আসবেন তখনই তাঁকে ধিক্কার জানিয়ে তাঁরা বিক্ষোভ দেখাবেন।
গত সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রবেশের সময় থেকে কালো জামা পড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দুর ওই কালো জামা নিয়েই এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হচ্ছে (শুভেন্দু অধিকারী) সেটা কোনওমতেই কাম্য নয়। সেটাকে ধিক্কার জানাই।"
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে দেখবেন আবার কোনও দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে!"
এদিন কালো জামা পরে বিধানসভার বাইরে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কালো জামাকে টিপ্পনি করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, "এই জামাটা আবার যেন না লাল জামায় পরিনত হয়!"
যার জবাবে পরে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় গিরগিটি, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আগে ওনার উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া, তারপরে আমার দিকে আঙুল তোলা।"