শেষ আপডেট: 10th June 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের ভুয়ো অডিও-ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু তাঁকে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। আগামী ২৭ জুন এই মামলার পরবর্তী শুনানি।
দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ এনে সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। ওই ঘটনায় হিরণের বিরুদ্ধে ঘাটাল থানায় এফআইআর দায়ের করেছিলেন দেব৷ এরপরই আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছিলেন হিরণ। কলকাতা হাইকোর্ট আগামী ১৭ জুন পর্যন্ত ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। আর সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই মামলার শুনানিতে হিরণ আরও স্বস্তি পেলেন।
আদালতে হিরণের আইনজীবীর দাবি, গলার স্বর পরীক্ষা-নিরীক্ষা না করেই পুলিশ অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী জানান, পুলিশ ভয়েস সেম্পেল টেস্ট করতে দিয়েছে। দ্রুত রিপোর্ট আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে একটি রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে। সরকারি আইনজীবীর আর্জি, এই মামলায় অভিযুক্তকে রক্ষাকবচ দেওয়া হলেও তদন্তর ওপর যেন কোনও স্থগিতাদেশ না দেওয়া হয়।
দেবের পাল্টা অভিযোগ ছিল, যে সব অডিও বা ভিডিও ভাইরাল করা হচ্ছে তাতে তাঁর গলা নকল করা হয়েছে। এফআইআর করার পর দেব বলেছিলেন, "শেষ দু'তিন মাস ধরে হিরণ অনেক কিছুই করছে। আমায় নিয়ে যে ফেক অডিও হিরণ বার করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর করেছি। আমি চাইছিলাম না, ও আমায় বাধ্য করেছে।"