শেষ আপডেট: 13th February 2025 18:58
দ্য ওয়াল বুুরো: সল্টলেক-নিউটাউনে রাতের বেলায় কর্মরত মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে তেলেঙ্গানা সরকার সম্প্রতি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তা অনুসরণ করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত, গত শুক্রবার নিউটাউনের খালপাড় থেকে এক নাবালিকার নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। ধর্ষণ-খুনের অভিযোগে এলাকারই সৌমিত্র রায় নামে এক টোটো চালককে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ঘটনার পরই ফের রাতের বেলা নিউটাউন, সল্টলেকে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। ওই মামলাতেই শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
গত সপ্তাহে ওই নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে আসার পরই নিউটাউন এলাকায় যে সমস্ত অফিস কাচারি রয়েছে সেখানে মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থার দাবিতে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।
এদিন ওই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস আদালতে বলেন, নারী সুরক্ষায় কর্মরত মহিলাদের রাতের বেলা বাড়ি থেকে নিয়ে আসা এবং ছেড়ে আসা, রাস্তায় অতিরিক্ত পুলিশি নজরদারি-সহ একাধিক পদক্ষেপ করেছে তেলাঙ্গানা সরকার। নিউটাউন-সল্টলেকেও ওই মডেল ফলো করা হোক। এরপরই ওই মডেল অনুসরণের নির্দেশ দেন বিচারপতি।
যদিও পুলিশের তরফে আদালতকে জানানো হয়, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই সল্টলেক ও নিউটাউনে অতিরিক্ত ৩৬০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ৬টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মহিলাদের আত্মরক্ষার জন্য পুলিশের তরফে বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে।