শেষ আপডেট: 29th October 2024 22:06
দ্য ওয়াল ব্যুরো: জঞ্জাল ফেলার জায়গা থেকে বেরিয়ে আসছে জল মিশ্রিত পেট্রল-ডিজেল! ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে কলকাতার হাজরা মোড়ে। খবর পেয়ে পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে।
সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা রাজ্যের সঙ্গে কলকাতাও ভারী বৃষ্টিপাত হয়েছিল। জলমগ্ন হয়েছিল একাধিক এলাকা। এরপর থেকেই হাজরা মোড়ের জঞ্জাল ফেলার জায়গা থেকে পেট্রলের গন্ধ ভেসে আসছিল বলে স্থানীয়দের দাবি। এদিন সেখানের জলে পেট্রল-ডিজেলের মিশ্রন দেখতে পেয়ে এলাকায় শোরগোল তৈরি হয়।
জানা যাচ্ছে, যে এলাকাটিতে এখন আবর্জনার স্তুপ রয়েছে সেখানে ২০০৩ সালে একটি পেট্রল পাম্প ছিল। পুরসভার জায়গায় গড়ে ওঠা এই পেট্রল পাম্পকে ঘিরে আইনি জটিলতা তৈরি হয়। যার জেরে পাম্পটি বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের অদূরে একটি টিউবওয়েল থেকেও জল মিশ্রিত পেট্রল-ডিজেল বেরোতে দেখা যায়। যা নিয়ে এলাকায় শোরগোল তৈরি হয়।
সূত্রের দাবি, পাম্পটি বন্ধ হওয়ার আগে সেখানকার পেট্রল ট্যাঙ্কার ভর্তি করা হয়েছিল। মাটির নীচে থাকা সেই ট্যাঙ্কার সম্ভবত কোনওভাবে ফুটো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তারই জেরে পেট্রল-ডিজেল লিকেজ হয়ে বাইরে বেরিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বেসরকারি সংস্থাকে দিয়ে ওই পেট্রল-ডিজেল মিশ্রিত জল তুলছে পুরসভা। অঘটন ঠেকাতে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।