শেষ আপডেট: 16th September 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুরে হাওড়া স্টেশনে (Howrah Station) ৫ নম্বর স্টেশনে হকার ও আরপিএফ (Hawker-RPF Clash) কর্মীদের মধ্যে ঝামেলা বাধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর। হকারদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় রেল পুলিশের। আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
স্টেশনে হকারদের বসতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগে সরগরম হয়ে ওঠে হাওড়া স্টেশন চত্বর। জানা গেছে, এদিন উচ্ছেদের প্রতিবাদে হাওড়া স্টেশনে জড়ো হয়েছিলেন বিভিন্ন জায়গার হকাররা। এদিন তাঁদের বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি ছিল।
সূত্রের খবর, এদিন হাওড়া স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে যে ফুড প্লাজা রয়েছে সেখানে প্রতীকী অবস্থানে বসেন হকাররা। সেই তাঁদের জিনিসপত্র নিয়ে বসে পড়েন সেখানে। বিক্ষোভকারীদের হাতে ছিল সংগঠনের প্ল্যাকার্ড।
বিক্ষোভ হটাতে আসরে নামে রেল পুলিশ। সেই সময়ই দুই পক্ষের মধ্যে বচসা বাধে। হকারদের উঠে যেতে বলে পুলিশ, কিন্তু তাঁরা সে কথা শুনতে নারাজ ছিল। জোর করে বিক্ষোভ তুলতে গেলে রেল পুলিশের সঙ্গে ঝামেলা বাধে হকারদের।
রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় হকারদের। পুলিশ লাঠি হাতে তেড়ে যায়। লাঠিচার্জ করে পুলিশ। চরম বিশৃঙ্খলা দেখা দেয় স্টেশন চত্বরে। ঘটনার জেরে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হয়। হয়রানির শিকার হয় নিত্যযাত্রীরা।
আরও পড়ুন: কলকাতা পুরসভায় ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি!