শেষ আপডেট: 26th September 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভিসা সমস্যা মিটেছে পাক দলের। বুধবারই বিশ্বকাপ (World Cup 2023) খেলতে ভারতে আসছেন বাবর আজমরা। কিন্তু তার আগেই পাক মিডিয়াকে এক হাত নিলেন পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। পাক সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি। হ্যারিসের সোজাসাপ্টা উত্তর, 'ভারতে তিনি খেলতে যাচ্ছেন, যুদ্ধ করতে নয়।'
আসন্ন বিশ্বকাপে কী লক্ষ্য নিয়ে ভারতে যাচ্ছেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হ্যারিস বলেন, 'বিশ্বকাপে আমার কোনও লক্ষ্য নেই। ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সের উপরে আমরা বেশি জোর দিচ্ছি।'
এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি হ্যারিস। কাঁধের চোটের কারণে ছিটকে যান। যদিও বিশ্বকাপ শুরুর আগে হ্যারিস জানালেন, এখন পুরোপুরি ফিট তিনি। তাঁর সংযোজন, 'দেশের হয়ে খেলা সবসময়ই বড় ব্যাপার। আগের তুলনায় আমার ফিটনেস বেড়েছে। আমরা দলগতভাবে খেলব। ক্রিকেটের মতো খেলায় সেটা সবসময়ই জরুরি।'
আরও পড়ুন: গেমসে ফের পদক ভারতের, এবার সেলিংয়ে রুপো জিতলেন নেহা