শেষ আপডেট: 30th October 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাত পোহালে কালীপুজো! কিন্তু পুজোর আয়োজন হবে কোথা থেকে? গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দুটি হনুমান। বুধবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫! আতঙ্কে ঘরবন্দি মানুষ।
খবর পেয়ে বনকর্মীরা এসেছেন। এসেছে থানার পুলিশ কর্মীরাও। হনুমানকে খাঁচা বন্দি করতে আনা হয়েছে খাঁচাও! কিন্তু সে গুড়ে বালি! খাঁচার ভেতরে রাখা কলা হাতে করে বাইরে বের করে খেয়ে পালাচ্ছে দুই রামভক্ত। খাঁচার ভেতরে ঢুকছে না কিছুতেই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাপাসএড়িয়ার ঘটনা।
গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন আগে খাবারের খোঁজে গ্রামে হানা দিয়েছিল দুটি হনুমান। তারপর থেকেই তাদের তাণ্ডব চলছে।
বন দফতরের দাবি, দুটির মধ্যে একটি হনুমান খ্যাপা। তারই জেরে সমস্যা বেড়েছে। রাস্তায় পথচলতি মানুষ জনকে আচমকা আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করছে।
স্থানীয় বাসিন্দা সৌমিত্র মাইতি বলেন, "বন দফতর কোনও কাজের নয়। হনুমান তো খাঁচাবন্দি হওয়ার পরিবর্তে ওদেরকেই বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে!"
মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, "খবর পেয়ে বনকর্মীরা গ্রামে গিয়েছেন। হনুমান দুটিকে বন্দি করার চেষ্টা চলছে।"
ঘটনায় আতঙ্কিত বনকর্মী থেকে স্থানীয় থানার পুলিশ কর্মীরাও। এক পুলিশ কর্মীর কথায়, "সব ধরনের চেষ্টা হচ্ছে। দেখা যাক, কীভাবে বাগে আনা যায়!"