শেষ আপডেট: 25th October 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড় তেমন না হলেও বৃষ্টিতে ভাসছে রাজ্যের উপকূলের জেলাগুলি। ঘূর্ণিঝড়ের ব্যপক প্রভাব ওড়িশায় পড়লেও বৃষ্টিতে পাল্লা দিচ্ছে বাংলাও। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বালেশ্বরের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে হলদিয়া ও ডায়মন্ডহারবারে। কেন্দ্রাপাড়ার থেকে বেশি বৃষ্টি হয়েছে সাগরে।
আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বালেশ্বরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৬৮.৮ মিলিমিটার। সেখানে হলদিয়ায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার আর ডায়মন্ডহারবারে বৃষ্টি হয়েছে ৯৩ মিলিমিটার। ওড়িশার কেন্দ্রাপাড়া সদরে বৃষ্টি হয়েছে ৬৭.২ মিলিমিটার। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সাগরে বৃষ্টিপাতের পরিমাণ ৯০ মিলিমিটার। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ভদ্রকের চাঁদবালিতে। ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টির পরিমাণ ১৫৮.৬ মিলিমিটার। ১৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কেন্দাপাড়ার রাজকণিকায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার মধ্যরাতের পর স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'দানা'। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝামাঝি জায়গায় স্থলভাগ অতিক্রম করে ঝড়টি। এরপর থেকেই বাংলা-ওড়িশা উপকূলে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সময় এগোবে তত হাওয়ার গতিবেগ কমবে। তবে শুক্রবার সারাদিন ধরেই ভারী বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে 'দানা'র তেমন প্রভাব না পড়লেও শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়।