শেষ আপডেট: 26th October 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আগামী এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
পাশাপাশি আরও বলা হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার' বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা উৎপাদন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি শুরু হয়। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গও সে পথে হেঁটেছিল। সেই নিষেধাজ্ঞার সময়সীমা এর আগেও কয়েক বার বাড়ানো হয়েছে।
এর আগে দু'বার গুটখা-সহ একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রির উপর নির্দেশিকা জারি করেছিল নবান্ন। ২০১৩ সালে একবার এবং ২০১৯ সালে আরেকবার। কিন্তু দু'বারের জন্যই সেই নির্দেশই সার, সচেতনতার বালাই নেই।
আইনের তোয়াক্কা না করেই খোলা বাজারেই অবাধে বিক্রি হয়েছে তামাকজাত দ্রব্য। খোলা বাজারে বিক্রি হয়েছে। এবারেও কি এমনটা হবে, সেটাই প্রশ্ন অনেকের।