শেষ আপডেট: 17th March 2023 13:59
দ্য ওয়াল ব্যুরো: তিনি বিদেশি নাগরিক (foreigner)। ভারতে ঘুরতে এসে প্রকাশ্য রাস্তায় নগ্ন হয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন (running naked)। পুলিশ দেখেই আরও জোরে ছুট লাগান। শেষমেষ গ্রামবাসীরা তাকে ধরে ফেলে হাত-পা বেঁধে আটকে রাখে। তারপর পুলিশ এসে আটক করে ওই ব্যক্তিকে।
বুধবার গুরুগ্রামের (Gurugram) সেক্টর ৬৯-এর টিউলিপ চক এলাকায় নগ্ন হয়ে রাস্তায় ছুটছিলেন ওই বিদেশি যুবক। তাঁকে ওই অবস্থায় দেখতে পাওয়া মাত্রই ভিড় জমে যায় রাস্তায়। গাড়ি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ তাঁকে আটকানোর চেষ্টা করেন বটে, তবে তাতে লাভ হয়নি। শেষমেশ খবর দেওয়া হয় থানায়।
কিন্তু পুলিশকে আসতে দেখেই আরও জোরে দৌড়ে দরবারিপুর গ্রামের দিকে পালন ওই ব্যক্তি। কিন্তু সেখানে গ্রামবাসীরা ধরে ফেলেন তাঁকে। তাঁর হাত-পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে তাঁকে পোশাক পরিয়ে দেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে তাঁকে আটক করে।
সেক্টর ১০-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। সেখান থেকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয় তাঁকে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির আচরণ দেখে তাঁদের অনুমান, তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নেই। তদন্তকারীরা জানিয়েছেন, ওই ব্যক্তি কারও কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ফলে তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে তিনি গুরুগ্রামে পৌঁছালেন, কেনই বা তিনি নগ্ন হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছিলেন, তাও স্পষ্ট নয়। যেহেতু তাঁর ভাষাও ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাই তিনি কোন দেশের নাগরিক তা জানা সম্ভব হয়নি। তবে অনুমান করা হভ্তাঁচ্কেছে, তিনি নাইজেরিয়ার নাগরিক। তাঁকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। তারপর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে জানিয়েছে পুলিশ।
তাঁকে দেখবে বলে জড়ো হয়েছে বাচ্চারা! কনভয় থামিয়ে চকলেট বিলি করলেন রাষ্ট্রপতি