শেষ আপডেট: 7th February 2025 20:50
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে শুটআউট। এবার ঘটনাস্থল হুগলির ডানকুনি। ভর সন্ধেবেলা যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতী। দিল্লি রোডের ধারে ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে সন্ধে সাড়ে ছ'টা নাগাদ এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম বান্টি সাউ। সে একজন জেসিবি চালক। যুবকের বাবা রাজকুমার সাউ জানিয়েছেন, বাইক নিয়ে বাড়ি ফিরছিল ছেলে। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে কে বা কারা গুলি করেছে, কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় কারও কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে আশঙ্কাজনক যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে তাঁরা।
আহত যুবকের বাড়ি ডানকুনি বন্দের বিলে। ওই এলাকায় আপাতত পুলিশ রয়েছে। যুবকের পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বান্টির কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা, বা সম্প্রতি কারও সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা হয়েছিল কিনা তা জানার চেষ্টায় তাঁরা। চন্দননগর থানার আধিকারিকরা এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।
শুটআউটের ঘটনা বাংলায় নতুন নয়। এর আগে মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া সহ কলকাতা এবং একাধিক জেলায় এমন ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহ আগে উত্তর দিনাজপুরের এক শুটআউটে দুই পুলিশকর্মী গুরুতর আহত হন। এবার হুগলির ঘটনায় স্বাভাবিকভাবে ফের রাজ্যের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।