শেষ আপডেট: 18th September 2024 14:03
দ্য ওয়াল ব্যুরো: রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিবৃষ্টি! তবে অল্পের জন্য তৃণমূল নেতা প্রাণে বাঁচলেও সেই গুলি স্থানীয় এক টোটোচালকের গায়ে লাগে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছড়িয়ে পড়ে উত্তর উত্তর চব্বিশ পরগণার বীজপুর থানার অন্তর্গত কুলিয়া রোডে।
সূত্রের খবর, হোটেল ব্যবসায়ী ওই তৃণমূল নেতার নাম রামশঙ্কর গিরি। মঙ্গলবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ভাগ্যের জন্য রামশঙ্কর প্রাণে বাঁচলেও তা গিয়ে লাগে এক টোটোচালকের গায়ে। তবে নিশানা ফসকে যাওয়ার রাগে নেপাল দাস নামে ওই চালকের মাথায়ও বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ ওঠে দুষ্কৃতী দলের বিরুদ্ধে।
পরে দুষ্কৃতী দলটি চম্পট দিলে টোটোচালককে গুরুতর আহত অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন নেপাল। এদিকে ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সাফ জানান, ‘হোটেলের ব্যবসা থাকার কারণে টাকা চেয়ে রামশঙ্করের উপর চাপ দিতে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর তা দিতে অস্বীকার করায় এমন কাণ্ড’।
এদিকে ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বীজপুর থানার পুলিশ। কী কারণে তৃণমূল নেতার উপর হামলা চালানো হল তা জানার চেষ্টা করছে পুলিশ।