শেষ আপডেট: 24th September 2023 17:03
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বড়সড় দুর্ঘটনা গুজরাতে (Gujrat bridge collapse)। প্রায় ৪০ বছরের পুরনো একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। গুজরাতের সুরেন্দ্রনগর এলাকায় ঘটে এই সাংঘাতিক দুর্ঘটনা। এই ঘটনার ফলে, তলিয়ে যান অন্তত ১০ জন। গুরুতর জখম অন্তত ৪ জন। এখনও খোঁজ মেলেনি ৬ জনের।
ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন গুজরাতের সুরেন্দ্রনগর থানার পুলিশবাহিনী। সেই সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। পুলিশের কথায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সুরেন্দ্রনগর থানার এক আধিকারিকের কথায়, ব্রিজটি চূরা এলাকার সঙ্গে জাতীয় সড়কের সংযোগের অন্যতম মাধ্যম ছিল। প্রতিদিনই এই ব্রিজ দিয়ে চলাচল করত বহু ভারী গাড়ি। ভার বহন করতে না পেরেই এই দুর্ঘটনা, বক্তব্য পুলিশের। জানা গেছে, ভারী গাড়ি চলাচল সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছিল। তবে সে বারণের তোয়াক্কা না করে একই ভাবে চলছিল পণ্য বোঝাই গাড়ি চলাচল, তার জেরেই এই দুর্ঘটনা, দাবি পুলিশের। প্রশ্ন উঠছে কেন এত দিনের পুরনো ব্রিজ সংস্কার করা হয়নি। পুলিশের বক্তব্য, অচিরেই সংস্কারের পরিকল্পনা চলছিল, সেই কারণেই ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।
প্রসঙ্গত, গুজরাতের এই সেতু দুর্ঘটনা মনে করিয়ে দিল গত বছরের অক্টোবর মাসে গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার স্মৃতি। মোরবির মাচ্ছু নদীতে সেতু ভেঙে তলিয়ে যান ১৪১ জন। ৪৭ জন শিশুর মৃত্যু হয় এই ঘটনায়। এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল শাসক দলকে। ফের সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল।
খ্যাপা ষাঁড়ের মতো ছুটে এল বাস, নিয়ন্ত্রণ হারিয়ে স্টপেজে উঠে ধাক্কা ৩ যাত্রীকে