শেষ আপডেট: 9th October 2024 10:33
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চমীর রাতে সকলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। গভীর রাতে বাড়ির সামনে পৌঁছতেই বুকটা ধরাস করে উঠল গৃহকর্তার! তালা কোথায়! দরজা তো ভেজানো! ভেতরে ঢুকে যা দেখলেন তাতে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়।
মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দুর্গাপুরের সাগরভাঙা কলোনির জে ব্লকের চারটি বাড়িতে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের দাবি, চারটি বাড়ি থেকে সোনার গহনা, নগদ টাকা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা খোওয়া গিয়েছে।
কলোনীতে একাধিক পরিবারের বাস। সেখানে এভাবে বন্ধ ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় বাকিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পিছনে স্থানীয়দের কারও যোগসাজশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
যে চারটি বাড়ি থেকে চোরের দল সব নিয়ে পালিয়েছে তাদেরই অন্যতম সুজয় ঘোষ। আক্ষেপের সুরে বলছিলেন, "যা পরিস্থিতি তাতে তো মেয়েরা গহনা পরে রাস্তায় বেরোতে পারে না। আলমারি ভেঙে সেই সোনার গহনা, নগদ টাকা লুট করে পালিয়েছে চোরের দল।"
সুজয়বাবু জানান, তাঁরা কলোনীর চারটি পরিবার মঙ্গলবার রাত একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। মাঝ রাতে বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা অবস্থায় নীচে পড়ে রয়েছে। দরজার হাঁসবোলও ভাঙা। ভেতরে তছনছ অবস্থা। এলাকাটি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।