শেষ আপডেট: 12th November 2022 13:58
দ্য ওয়াল ব্যুরো: যে পদে শনিবার বসার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সেই পদে বহাল থাকলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেই (Greg Barclay)। আগামী দু’বছর তিনিই থাকবেন আইসিসি-র (ICC Chairman) শীর্ষ পদে। এবার এই পদে বসার সম্ভাবনা ছিল সৌরভের। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় বোর্ড থেকে তাঁর নাম প্রস্তাবই করা হয়নি। প্রশাসনিক সৌরভকে পিছনে হাঁটতে বাধ্য করেছেন বর্তমান বোর্ড কর্তারা। মহারাজকে কোনও লাইফলাইন দেননি।
সৌরভের নাম প্রস্তাব না করা হলেও আইসিসি-তে ভাল জায়গা পেলেন জয় শাহ। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ পুত্র আইসিসি-র আর্থিক ও বানিজ্যিক দপ্তরের চেয়ারম্যান হয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হিসেবে মানা হয়। তিনি নতুন পদে বসে বলেছেন, বিশ্ব ক্রিকেটে ভারসাম্য রক্ষাই তাঁর কমিটির কাজ হবে।
রবিবার ভাসবে মেলবোর্ন! ফাইনাল বাঁচাতে নিয়ম বদল আইসিসির, চিন্তায় দুই শিবির
সৌরভের নাম না পাঠানোয় চেয়ারম্যান পদে কোনও লড়াই ছিল না। জিম্বাবোয়ের তাভেঙ্গোয়া মুকুলানি শেষমেশ লড়াই থেকে সরে গিয়েছিলেন। পুনর্নিবাচিত হওয়ার পরে বার্কলে বলেছেন, ‘‘আইসিসির চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নির্বাচিত হতে পেরে আমি খুবই সম্মানিত। গোটা বিশ্বে ক্রিকেটের প্রসারে আমরা গত দু’বছর অনেক কাজ করেছি। তারই সুফল এই পদ।’’
অকল্যান্ডের আইনজীবী বার্কলে প্রাক্তন নিউজ়িল্যান্ড ক্রিকেটের প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালের নভেম্বরে প্রথমবার আইসিসির চেয়ারম্যান হন। ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ডিরেক্টর পদে কৃতিত্বের সঙ্গে কাজ করেছিলেন।
এদিকে, বার্কলে ফের চেয়ারম্যান হওয়ার পরে সৌরভ কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি এই খবর শুনেও কোনও কথা বলেননি। সৌরভ অবশ্য আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান রয়ে গেলেন।