শেষ আপডেট: 22nd September 2023 06:15
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকার দীপাবলীতে সবুজ বাজি ফাটানোর উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটাই বহাল রাখল দেশের শীর্ষ আদালত (Green firecrackers banned in Delhi)। তাতে কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি হল না। দিল্লি সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিল বাজি প্রস্তুতকারক সংগঠন। তাঁদের পক্ষ নিয়ে আদালতে মামলা করেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মনোজ তিওয়ারিও।
দিল্লিতে দূষণের মাত্রা দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি। সেই কারণেই ২০১৮ সালে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন প্রশ্ন হল, দেশের অন্য শহরে দিল্লির তুলনায় দূষণের মাত্রা কম হলেও খুব কম তাও নয়। সেখানেও দূষণের মাত্রা নিয়ে স্থানীয় মানুষের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে। তা ছাড়া দেশের রাজধানী শহরে সবুজ বাজি ফাটানোও নিষিদ্ধ হলে অন্য শহরেও সেই দাবি উঠতে পারে।
এগরা ও বসিরহাটে বাজি কারখানায় বিস্ফোরণের পর বাংলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নবান্ন জানিয়ে দিয়েছে বাংলায় কোনও সাধারণ বাজি ফাটানো যাবে না। কেবল মাত্র সবুজ বাজি উৎপাদন করা ও ফাটানো যাবে। দুর্গাপুজো, ছট, দীপাবলী ও বড়দিনে কতক্ষণ বাজি ফাটানো যাবে তাও নির্দিষ্ট করে বলে দিয়েছে নবান্ন।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে উৎকণ্ঠার বিষয় হল, বাংলায় বাজি শিল্পের সঙ্গে লক্ষাধিক মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। তাই সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করলে কর্মসংস্থানের সংকট তৈরি হবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বাজির উপর ষোলো আনা নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়। তবে দিল্লির দৃষ্টান্ত দিয়ে বাংলাতেও এবার দাবি উঠলে বা আদালত পর্যন্ত মামলা গড়ালে সরকারের উপর যে চাপ তৈরি হতে পারে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: অভিষেককে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট, নিয়োগ মামলায় কড়া ব্যবস্থা নিতে পারবে না ইডি