শেষ আপডেট: 19th December 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: পর্যটকদের জন্য সুখবর। এবার আরও বেশি সময় ধরে লাটাগুড়ি, গরুমারার জঙ্গল পথে ঘুরতে পারবেন তাঁরা। জঙ্গল সাফারিতে দেখা মিলবে আরও বেশি জীব জন্তুর।
কীভাবে? বন দফতর সূত্রের খবর, গরুমারার জঙ্গল সাফারির জন্য যে পথ এতদিন নির্দিষ্ট ছিল, তা এবার বৃদ্ধি করা হচ্ছে।
এতদিন গরুমারার লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পর্যন্ত ১১ কিমি কার সাফারি করা যেত। এই রুট আরও কিছুটা বাড়ানোর দাবি ছিল পর্যটকদের। পর্যটকদের সেই ইচ্ছা পূরণে এবার সংশ্লিষ্ট কার সাফারির রুট আরও চার কিমি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
ইতিমধ্যে নতুন পথ পেয়ে খুশি পর্যটকরাও। জানা যাচ্ছে, মূর্তি থেকে চাপড়ামারি পর্যন্ত যে রুট রয়েছে সেটাও কিছুটা বাড়ানো হচ্ছে। তবে এজন্য বাড়তি ভাড়া গুণতে হবে না।
বনদফতরের দাবি, পর্যটকদের কাছে সফরকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমেরও শরনাপন্ন হয়েছেন বনকর্তারা। উদ্দেশ্যে, দেশ বিদেশের আরও বেশি পর্যটককে গরুমারায় নিয়ে আসা।