Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
Partha Chatterjee

জামিন দিন! সুপ্রিম কোর্টের মামলার মধ্যেই ফের কলকাতা হাইকোর্টে পার্থ

আগামী ১৭ জুলাই সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই জামিনের আবেদনের শুনানি হবে। এরই মধ্যে ফের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ।

জামিন দিন! সুপ্রিম কোর্টের মামলার মধ্যেই ফের কলকাতা হাইকোর্টে পার্থ

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 14 May 2025 16:28

দ্য ওয়াল ব্যুরো: শীর্ষ আদালতে আগেই জামিনের আবেদন করেছিলেন নিয়োগ মামলায় (Recruitment Corruption Case) জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ১৭ জুলাই সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই জামিনের আবেদনের শুনানি হবে। এরই মধ্যে ফের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ।

আদালত সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ১৯ মে ওই আবেদনের শুনানি হওয়ার কথা। প্রসঙ্গত, নিয়োগ  মামলায় পার্থ-সহ ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য সম্প্রতি অনুমোদন দিয়েছে আদালত। এরপরই কলকাতা হাইকোর্টে পার্থর এই আবেদন নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।

২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি পার্থ। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি। 

এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, নিযোগ মামলায় আরও বিপাকে পার্থ। 

এখন দেখার ১৯ মে পার্থর জামিন মামলায় কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়।


ভিডিও স্টোরি