আগামী ১৭ জুলাই সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই জামিনের আবেদনের শুনানি হবে। এরই মধ্যে ফের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ।
পার্থ চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 14 May 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: শীর্ষ আদালতে আগেই জামিনের আবেদন করেছিলেন নিয়োগ মামলায় (Recruitment Corruption Case) জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ১৭ জুলাই সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই জামিনের আবেদনের শুনানি হবে। এরই মধ্যে ফের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ।
আদালত সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ১৯ মে ওই আবেদনের শুনানি হওয়ার কথা। প্রসঙ্গত, নিয়োগ মামলায় পার্থ-সহ ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য সম্প্রতি অনুমোদন দিয়েছে আদালত। এরপরই কলকাতা হাইকোর্টে পার্থর এই আবেদন নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি পার্থ। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি।
এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, নিযোগ মামলায় আরও বিপাকে পার্থ।
এখন দেখার ১৯ মে পার্থর জামিন মামলায় কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়।