শেষ আপডেট: 26th January 2022 08:05
দ্য ওয়াল ব্যুরো: কোভিড–বিধি মেনে প্রজাতন্ত্র দিবস পালন করা হল কলকাতার রেড রোডে। অথচ অনুষ্ঠানে অনেকটা সময় মাস্ক দেখা গেলনা রাজ্যপাল জগদীপ ধনকরের মুখে।
তাঁর দু–পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তরক্ষীদের মুখে মাস্ক থাকলেও, পুরো অনুষ্ঠানে বেশিরভাগ সময়েই মাস্ক পরেননি রাজ্যপাল। এমনকি মুখে মাস্ক ছাড়া ‘গার্ড অফ অনার’ অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল।
মঞ্চের কিছুটা দূরে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের মুখে মাস্ক থাকলেও, রাজ্যপাল ছিলেন মাস্ক ছাড়াই। গাড়ি থেকে নামলেন মাস্ক পরে। এরপর গোটা অনুষ্ঠান পর্বে রাজ্যপালকে দেখা গেল মাস্ক ছাড়া। প্রসঙ্গত, মঙ্গলবার তিনি বুস্টার ডোজ নিয়েছেন কমান্ড হাসপাতালে গিয়ে। তবে টিকা মাস্কের বিকল্প নয়, বারে বারে বলেছেন বিশেষজ্ঞরা। তাছাড়া, রাজ্যপালের মত বিশিষ্টজন মাস্ক না পরে জনসমক্ষে এলেও খারাপ বার্তা যায়।
এদিন রাজ্যপাল যখন রেড রোডে ঢোকেন, তখন তার মুখে মাস্ক ছিল। ঢুকে মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ের সময়ও তাঁকে মাস্ক পরা অবস্থাতেই দেখা গিয়েছে। কিন্তু তারপর তিনি মাস্ক খোলেন। আর গোটা অনুষ্ঠানে মাস্ক ব্যবহার করতে দেখা গেলনা তাঁকে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাঁর মুখেও মাস্ক ছিল। কিন্তু দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের সময়ে রাজ্যপালের মাস্কের প্রতি অনীহা দেখে অবাক অনেকেই।
এদিন রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে কোনও বক্তব্য পেশ করেননি তিনি। গোটা অনুষ্ঠানে দূরত্ব বজায় রেখেছেন। উল্লেখ্য, কয়েকদিন ধরেই করোনা নিয়ে খুবই সচেতন মুখ্যমন্ত্রী। হাতে গ্লাভস পরছেন। দূরত্ব এড়িয়ে চলছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'